আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবক খুন

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা এক যুবকের লাশ। শুক্রবার ( ২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বলাইখা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই যুবককে হত্যার পর লাশটি সড়কে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাশটির পেটের নিচে ছুরিকাঘাত ও ঊরুতে জখমের চিহ্ন আছে। নিহত ওই যুবকের শরীরে কালো গেঞ্জি, নীল জিনস ও পায়ে ছাই রঙের জুতা ছিল। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ রেখে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।