আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মেট্রোরেলে ক্ষতিগ্রস্তরা পাবে সর্বোচ্চ ক্ষতিপূরণ

সংবাদচর্চা রিপোর্ট: মেগাপ্রকল্প মেট্রোরেলের জন্য রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী ও পিতলগঞ্জে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ৬ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান ও সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন স্থান পরিদর্শন করেছেন। এসময় তাঁরা ভূমির মালিকদের সাথে কথা বলেছেন। তাদের দাবির কথা শুনেছেন। সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন বলেন, আইন অনুয়ায়ী মেট্রোরেল প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কেউ ঠকবে না। এডিসি স্যারের নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে সেই টিমকে আমরা রূপগঞ্জ উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করছি। জমির মালিকরা যে দাবি করেছে তা আইন অনুয়ায়ী পূরণ করা হচ্ছে।

এছাড়া ব্রাহ্মণখালী ও পিতলগঞ্জ মোজায় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে।