আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণ

নবকুমার:

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্মার্টকার্ড বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া সহ অনেকে।

স্মার্টকার্ড বিতরণের সময় গোলাম দস্তগীর গাজী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা সকল কিছুর উর্ধ্বে । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মর্যাদা বৃদ্ধি করেছে। যারা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে না তারা পাকিস্তানের দোসর ।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রূপগঞ্জ অঞ্চলে যুদ্ধ করেছেন গোলাম দস্তগীর গাজী। যুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে বীর প্রতীক খেতাব উপাধিতে ভূষিত করেছে।