রূপগঞ্জ প্রতিনিধি
ভূমিদস্যুদের বিরুদ্ধে স্মারকলিপি দেয়া ও কৃষকদের দায়েরকৃত মামলা পরিচালনা করার দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ ১০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় থানা ওলামাদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। রূপগঞ্জ থানা ওলামাদলের সাধারণ সম্পাদক ও জেলা ওলামাদলের প্রচার সম্পাদক আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু। এ সময় বক্তব্য রাখেন-জেলা ওলামাদলের উপদেষ্টা ও মুড়াপাড়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা এনামুল হক খান, দপ্তর সম্পাদক ডা. ইয়ানুছ, পৌর ওলামাদলের সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলম মিয়া, এছাহাক, শফিকুল ইসলাম শিমুল, মোজাম্মেল হক, আলী মোহাম্মদ, তোফাজ্জল প্রধান, গণি ভুঁইয়া, বিল্লাল হোসেন, শাহ আলম, জাকির হোসেন, অজুফা আক্তার প্রমুখ।
সামছুর রহমান খান বলেন, এডভোকেট তৈমূর আলম খন্দকারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। নিরীহ লোকজনের কৃষি জমি দখল, বালু ভরাট, হামলা, মামলা, নির্যাতন, মাদক বিক্রি বন্ধ, তারাব পৌর এলাকাসহ রূপগঞ্জের জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
পরে তারা রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।