আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী আটক


রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাইয়ুম মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গঙ্গানগর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আপক করা হয়েছে। আটককৃত কাইয়ুম উপজেলার গঙ্গানগর এলাকার রমিজউদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, কাইয়ুম দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫’শ গ্রাম গাজাঁসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।