আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভোট যুদ্ধে ১২ প্রার্থী

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ১২ প্রার্থী মাঠে রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। তারা হলেন চেয়ারম্যান পদে মোখলেছুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ চৌধুরী।

বুধবার (১৩ মার্চ) দুপুরে তারা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। আগামীকাল বৃহস্পতিবার সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এবারে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহজাহান ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমাল ও এস আলম।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন পাঁচ জন। তারা হলেন, মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ শাখার (ভিপি) শাহরিয়ার পান্না সোহেল, এড. সাইফুর রহমান স্বপন, মোতাহার হোসেন নাদিম, আলীম সরকার আর্মি, হাবিবুর রহমান হারেজ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন, ফেরদৌসি আলম নিলা, নাসরিন আক্তার চম্পা, মোসাম্মত হ্যাপি বেগম, শায়লা তাহসিন।

২ জনের মনোনয়ন প্রত্যাহার ও ১২ জনের মনোনয়ন চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন  উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাহাবুবুল আলম।

উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৮৮৮ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৩৩ ও পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৪৫৫।