আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন দল থেকে বহিস্কার

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. স্বপন কে দল থেকে বহিস্কার করেছে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। গত ২৪ মার্চ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

স্বপ্নের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে নেতা কর্মীদের সাথে অসৌজন্য আচরণ করেছে।  সংগঠনের নীতি মালা বহিভূত কাজ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এড স্বপন ভূইয়া রূপগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোন কাজ করতে পারবে না। এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতা কর্মীদেরকে এড. স্বপন কে বর্জন করে চলার নির্দেশ দিয়েছে। স্বপনের স্থলে  রূপগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে রাসেল ভূইয়া কে। তবে বহিস্কারের ব্যাপারে এড .স্বপন দাবি করছে তাকে বেআইনী ভাবে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য এড. স্বপন ভূইয়া আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছে।