আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রূপগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকের মাঝে ১০ কেজি করে উন্নত জাতের ধান বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ ধান কৃষি উন্নয়ন করপোরেশনের সহায়তায় রূপগঞ্জ উপজেলা পরিষদ এই ধানের বীজ বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

প্রসঙ্গত দেশে চলমান করোনা দুর্যোগে খাদ্য ঘাটতি রোধের অংশ হিসেবে রূপগঞ্জে খাদ্য উৎপাদনের উপর জোর দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। যেখানে আবাদী জমি পড়ে আছে সেখানে আবাদ করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।