আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিনা মূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন

নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় রূপগঞ্জে  শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। বুধবার সকাল সাড়ে ৯ টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎস‌বের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সকাল থেকে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে।

এছাড়া গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে যোগ দিয়েছেন। তার মধ্যে রয়েছে  মাহমুদাবাদ সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, মঙ্গলখালী সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, স‌হিতু‌ন্নেছা পাইলট বা‌লিকা উচ্চ বিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভুমি) ত‌রিকুল ইসলাম, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা জা‌হেদা আখতার , উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উ‌দ্দিন আহাম্মদ, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহমেদ আলমাছ, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুল আউয়াল মোল্লা, উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুর র‌হিম, মুড়াপাড়া সরকারী পাইলট হাই স্কু‌লের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, আলহাজ্ব রিয়াজ উদ্দিন ভূইয়া সহ অনেকে।