আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বালু নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর মাসুদ রানা (৪৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকার বালু নদী থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

মাসুদ রানা উপজেলার মাঝিনা এলাকার মৃত আব্দুল বাসেক বেপারীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ জানান, সকালে নগড়পাড়া এলাকার বালু নদীতে ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।

মাসুদ রানার পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর বুধবার রাতে মাসুদ রানার কাছে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও মাসুদ রানাকে পাওয়া যায়নি।

পরিবারের দাবি, মাসুদ রানাকে হত্যার পর গুম করার উদ্দেশ্যে বালু নদীতে ফেলে দেয়া হয়।