আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা

নবকুমার:

আজ বাঙালির হাজার বছরের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নিতে রূপগঞ্জ সহ সারা বিশ্বের বাঙালিরা উৎসবে মেতে উঠেছে। বাংলা বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। এ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে জাতিকে সুসংহত করে এবং জঙ্গীবাদ সন্ত্রাস বাদ থেকে বিরত রাখে।

রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে । মঙ্গল শোভা যাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ অনেকে।