নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠার কারনে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা হাজী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়, রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজ, খাদুন হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, হাজী এখলাছ উদ্দিন ভুঁইয়া স্কুল এন্ড কলেজ ও গন্ধর্বপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠার কারনে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় তিনি, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয় নি বলেও জানান।
শিক্ষার্থীরা যাতে মাদক ও জঙ্গীবাদে জড়াতে না পারে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারছে বলেও জানান।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় রূপগঞ্জ উপজেলায় ২৫ টি কেন্দ্রে মোট ৯ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।