আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ক্ষমতায় গেলে রূপগঞ্জে প্রাইভেট স্টেডিয়াম করা হবে : এমপি গাজী

রূপগঞ্জে প্রাইভেট স্টেডিয়াম

 রূপগঞ্জে প্রাইভেট স্টেডিয়াম

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশে বলেছেন, আপনারা যদি পুনরায় আমাকে এমপি নির্বাচিত করেন । রূপগঞ্জে একটি প্রাইভেট স্টেডিয়াম নির্মান করা হবে।

গতকাল মুড়াপাড়া রাকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ডে-নাইট খেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, নৌকা মার্কা হাতে পেলে রূপগঞ্জে কোন গ্রুপিং বা কোন্দল থাকবে না। বিগত নির্বাচনের মত সবাই নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।

তিনি বলেন, একটি চক্র আছে রূপগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন চোখে দেখে না। ওদের বিএনপির দুশাসনের কথা মনে পড়ে না। ওরা খালি আমার বদনাম করে। ওরা আওয়ামী লীগের শত্রু। ওদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না।

নিজের ব্যবসা বাণিজ্যের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, আমার কোন কালো টাকা নেই, যা আছে সব সাদা টাকা। ১০ বছর যাবত বাংলাদেশের সেরা করদাতার স্বীকৃতি পেয়েছি। আমার ছেলে পাপ্পাও পেয়েছে সেরা করদাতার কার্ড। সুতরাং রূপগঞ্জে কোন শোষণকারীর স্থান হবে না।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসিকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব জাকির হোসেন প্রমুখ।