আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে শনিবার ( ২৬ সেপ্টেম্বর) বিকালে থানা চত্তরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) টিএম মোশাররফ হোসেন, আরো উপস্থিত ছিলেন, গ সার্কেলের এসপি মাহিন ফরাজি, ওসি তদন্ত এইস এম জসিম উদ্দিনসহ অনেকে।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়। সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাউন্সিলর আনোয়ার হোসেন,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া প্রমুখ।

পুলিশ জানায় রূপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় কায়েতপাড়া ইউনিয়নে। এক জরিপে এ তথ্য জানা গেছে। এছাড়া দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান বক্তারা।