আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সহকারি কমিশনার (ভূমি) আফিফা খাঁন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সি সার্কেল, নারায়ণগঞ্জ) মাহিন ফরাজি, রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, গোলাম রসুল কলি, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন সহ অনেকে। পরে অতিথিবৃন্দ কেক কাটেন।