রূপগঞ্জে ডাকাত নিহত
রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ মিয়া (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে আরো ২ ডাকাত সদস্যকে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ৪ রাউন্ড গুলি, ১ টি চাপাতি ও ১ ছোরা উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ব্রাহ্মণখালী এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, কিছুদিন ধরে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়ক, কাঞ্চন-কুড়িল বিশ্বরোড় সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে একাধিক ডাকাতির ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত কয়েকজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কাঞ্চন সেতুর পশ্চিমপাড় কাঞ্চন-কুড়িলবিশ্ব রোড় সড়কের ব্রাহ্মণখালী এলাকায় অভিযান চালায়। এসময় একদল ডাকাত ঘন কুয়াশায় আটকে থাকা মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্ততি নেয়ার সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে আনিছ ও আলামীন নামে দুই ডাকাত সদস্যকে একটি চাপাতি ও একটি ছোরাসহ গ্রেফতার করে । এসময় বাকি ডাকাত সদস্যরা তাদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ নিজেদের রক্ষা করার জন্য ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ডাকাত সদস্য ও স্থানীয় মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে শরিফ মিয়া নিহত হয়। এসময়তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন।
বন্দুক যুদ্ধে নিহত ডাকাত সদস্য শরীফ মিয়া ঢাকা- সিলেট মহাসড়ক, কাঞ্চন-কুড়িল বিশ্বরোড় সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল বলে গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলে এসআই আরো জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।