রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নেওয়ায় জামিনে বের হয়ে এসে আসামীরা পারিবারিক মন্দিরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদীপক্ষ। অপর দিকে প্রতিপক্ষের দাবি, ফের মামলায় ফাঁসাতে মামলার বাদীপক্ষ নিজেরাই আগুন দিয়ে নাটক সাজিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের শিংলাব এলাকায় এ ঘটনা ঘটে।
শিংলাব এলাকার সবুজ বিশ্বাস জানান, জমি সংক্রান্ত বিষয়ে তার বাবা সুনীল বিশ্বাস বাদী হয়ে স্থানীয় হানিফ ভুইয়া, শরীফ ভুইয়া, আবু তাহের, লোকমান দেওয়ান, নজরুল ইসলামের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা দায়ের করেন। গত ২৯ অক্টোবর আসামীরা জামিনের বের হয়ে এসে তার সুনীল বিশ্বাসকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন। এ হুমকি প্রদান করায় সুবজ বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতের যেকোন সময় আসামী পক্ষের লোকজন সবুজ বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে পারিবারিক মন্দিরঘর আগুন ধরিয়ে দেয়। এতে একটি প্রতিমা পুড়ে যায়।
অপর দিকে, প্রতিপক্ষ হানিফ ভুইয়া, শরীফ ভুইয়া, আবু তাহের, লোকমান দেওয়ান ও নজরুল ইসলাম পাল্টা অভিযোগ করে দাবি করেন, সুনীল বিশ্বাসের কাছ থেকে তারা ১৯১ শতাংশ জমি আম মোক্তানামা দলিল করে নেন। দলিল করার পুর্বে জমি ক্রয় বাবদ টাকা পরিশোধ করা হয়। স্থানীয় এমারত নামে এক দালাল সুনিল বিশ্বাসকে প্রলোভন দেখিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা জালিয়াতি মামলা করায়। এখন ফের মামলায় ফাঁসাতে এ নাটক সাজিয়েছে তাদের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দাবি তাদের।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।