নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৪দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী (৮) নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার হাটাব জেলে পাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, ২২ অক্টোবর (রোববার) সকালে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন ধাওয়াই চক এলাকার আলম মিয়ার ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ওমর আলী (৮) বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খোজে পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার হাটাব এলাকায় শীতলক্ষ্যা নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। বিকালে নিখোজ শিশুটির পরিবারের লোকজন থানায় এসে লাশ দেখে সনাক্ত করেন যে এটা নিখোজ শিশু ওমর আলীর লাশ। পরে কোন অভিযোগ না থাকায় রূপগঞ্জ থানা পুলিশ শিশু ওমরের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন।