রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ই আ মাসুদ মজুমদার, আনসার ও ভিডিপি অফিসার শাহজাহান, মহিলা বিষয়ক অফিসার হাফিজা বেগম, কালের কন্ঠের সাংবাদিক এস এম শাহাদাত, পূজা কমিটির সভাপতি শ্রী গনেশ চন্দ্র পালসহ ৪১টি পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। এসময় রূপগঞ্জে ৪১ টি পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে পালন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন পূজা কমিটির ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। এ সময় বক্তারা বলেন,‘ধর্ম যার যার, উৎসব সবার’ বলে উল্লেখ করেন।