সংবাদচর্চা রিপোর্ট:
টিআর-কাবিটার পারসেন্টেসের টাকা উর্ধ্বতন কর্মকর্তাদের দিতে হয় রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামের দেওয়া এমন বক্তব্যের পর দুর্নীতির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন মুড়াপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাভলী । সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিরা অভিযোগ করে বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল ইসলাম টিআর-কাবিটা প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতি করে আসছিল। টিআর-কাবিটার বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা থেকে ১০ শতাংশ টাকা পিআইও অফিস থেকে কেটে নেওয়া হয়েছে। আমরা জনপ্রতিনিধিরা টাকা কেটে নেওয়ার সময় প্রশ্ন করলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক বলেন এই টাকা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে কাজ করতে হয়। তবে ওই উধ্বর্তন কর্মকর্তা কে, তা বলতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত উর্ধ্বতন কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার স্যার যেনো খুঁজে বের করে ব্যবস্থা নেন সম্মেলনে সেই দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ইউপি সদস্য রেহেনা আক্তার, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসীর আক্তার, সাধার সম্পাদক সেলিনা আক্তার রিতা ,সরকারি মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন সহ আরো অনেকে।