আজ বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রায় ৩০জন আহত হয়। গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী ও দুয়ারা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয় ।

আহতদেরকে কালীগঞ্জ ও রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে নতুন করে যাতে সংঘর্ষ না হয় এজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মোবাইল চুরির মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা বড় সংঘাতে জড়িয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকেই কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাবার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।