![রূপগঞ্জে তিন দিন ব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2018/04/30714009_1786370501657889_108170774279356416_n-1.jpg?resize=698%2C631&ssl=1)
রূপগঞ্জে তিন দিন ব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন
সংবাদচর্চা রিপোর্ট:
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে গোটা দেশ। সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।
আজ শনিবার পহেলা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। সারা দেশের ন্যায় রূপগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করে নিতে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উদ্যোগে তিন ব্যাপী বৈশাখী মেলা ও সাস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।
উদ্বোধনী অনুষ্ঠানে হাছিনা গাজী দেশ বাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বিকাল ৩টায় বাংলা চলচ্চিত্রে হতে জনপ্রিয় তারকা শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।