আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে তিন চোরকে গণধোলাই

রূপগঞ্জে একটি বাড়িতে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরে খেয়েছে তিন চোর। স্থানীয়রা গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার ইসমাইলের ছেলে মুন্না (২২), একই এলাকার জাহিদ বয়াতির ছেলে নাজমুল (২৫) ও মালেকের ছেলে রাকিব।

আটকের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান , যে তিনজনকে আটক করা হয়েছে তাদের পেশা চুরি করা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার আসামিদের নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হবে।