রূপগঞ্জে একটি বাড়িতে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরে খেয়েছে তিন চোর। স্থানীয়রা গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার ইসমাইলের ছেলে মুন্না (২২), একই এলাকার জাহিদ বয়াতির ছেলে নাজমুল (২৫) ও মালেকের ছেলে রাকিব।
আটকের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান , যে তিনজনকে আটক করা হয়েছে তাদের পেশা চুরি করা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার আসামিদের নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হবে।