আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে তাঁতী সমিতির সম্পাদককে গণসংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য ও জাতীয় তাঁতী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ তাঁত বোর্ডের রূপগঞ্জ বেসিক সেন্টার কার্যালয়ে উপজেলার তাঁতীদের প্রাথমিক ও মাধ্যমিক সদস্যরা এ সংবর্ধনা দেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ বেসিক সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতী সমিতির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মাঠ কর্মকর্তা অর্পনা মজুমদার, লাকি আক্তার, রুপগঞ্জ উপজেলা মাধ্যমিক তাঁতী সমিতির প্রেসিডিয়াম সদস্য ও ভুলতা ২নং প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তাঁতি সমিতির সদস্য দেলোয়ার হোসেন, মনির হোসেন, মোহাম্মদ শফিউল আলম, ফারুক হোসেন, মো. রিপন মিয়া, বাচ্চু মিয়া, মোশারফ হোসেন, আল-আমিন, মোহাম্মদ বিল্লাল হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।