আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

সংবাদচর্চা রিপোর্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির (২৩) এবং একই এলাকার ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বালিয়াপাড়া এলাকায় একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলিও জব্দ করা হয়।