আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জলবসন্তের প্রকোপ বৃদ্ধি

সংবাদচর্চা রিপোর্ট: চলছে বসন্ত কাল। আর হঠাৎ করেই রূপগঞ্জে জলবসন্তের প্রকোপ বেড়ে গেছে। সরকারী ও বেসকারী হাসপাতালগুলোতে রোগীদের ভীড় ক্রমেই বেড়ে গেছে। গত কয়েকদিনে রূপগঞ্জের হাসপাতালগুলোতে প্রায় শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে বয়স্কদের চেয়ে শিশু রোগী সংখ্যাই বেশি।
সরেজমিনে রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই জলবসন্তের প্রকোপ বেড়ে গেছে। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সবাই আক্রান্ত হয়েছে বলে খবর রয়েছে।

নগরপাড়া এলাকার ব্রাইট শিশু কানন হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানা গত এক সপ্তাহ ধরে জলবসন্তের আক্রান্ত ছিলো।

চিকিৎসকরা বলেন, সাধারণত গরমে বসন্ত রোগ বেড়ে যায়। শিশুদের আক্রান্ত হওয়ার ঝূঁকি থাকে বেশি। পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। তবে তারা এ ধরণের রোগীকে হাসপাতালের পরিবর্তে ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন। নিবিড় পরিচর্যার মাধ্যমে এ রোগ দ্রুত সেরে যায় বলে তারা জানিয়েছেন।

নগরপাড়া এলাকার আলভী আক্তার। বয়স ৭ কি ৮। গত এক সপ্তাহ ধরে জলবসন্তে আক্রান্ত। আলভীর মা শিরিনা বেগম বলেন, কয়েক দিন জ্বর ও ব্যথার মাত্রা ছিলো বেশি। যন্ত্রণায় সে ছটফট করতো। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। চার বছর বয়সী রিফা। সে গত ৪ এপ্রিল থেকে আক্রান্ত। তার বাবা রিয়াজ আহম্মেদ রিগেল বলেন, আক্রান্ত হওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার ওষুধ সেবনের পাশাপাশি ভালোভাবে যতœ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বরপা লাইফ এইড হাসপাতালের ডাঃ তানজীল হাসান ও ডাঃ আফুন্নেসা মুনা দম্পত্তি বলেন, বসন্ত রোগের দুটি উপাদানের মধ্যে গুটিবসন্ত নির্মূল হয়ে গেছে। এখন জলবসন্তে আক্রান্ত হচ্ছে। ভ্যারিসিলা জস্টার নামের ভাইরাসের কারণে জলবসন্ত হয়। যেকোন বয়সেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও শিশুরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে বেশি।