জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ওমর ফারুক জানান, জঙ্গী তৎপরতা দমনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ভোলাব ও দাউদপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে ও পাড়া মহল্লায় বাসা বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। অনেক সময় বাসাবাড়িতে ভাড়া থেকে জঙ্গীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। সে জন্য প্রতিটি ভাড়াটিয়ার তথ্য পুলিশের কাছে থাকা দরকার। আর সেই কারনে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ। ওই দুটি ইউনিয়নের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শেষ হওয়ার পর অন্যান্য ইউনিয়ন ও পৌরসভা এলাকা গুলোর তথ্য সংগ্রহ করা হবে। আর এ কার্যক্রমে সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকাবাসী। জঙ্গী সন্দেহ হলে সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।