আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক নামে এক ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় ছিনতাই কালে তাকে আটক করা হয় । আটককৃত ফারুক সোনারগাও উপজেলার বরগাঁও এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আল-আমিন সরকার জানান, ফারুক উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ছিনতাই করে আসছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। সোমবার দুপুরে এক পথচারীর কাছ থেকে ছিনতাইকালে এলাকাবাসী ফারুককে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন। আটকৃতের বিরুদ্ধে মামলা হয়েছে।