সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শোক র্যালী করেছে রূপগঞ্জ উপজেলা এবং মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ । বৃহষ্পতিবার (১০ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশ অনুযায়ী মুড়াপাড়া কলেজ মাঠ হতে এই শোক র্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সভাপতি সুকুমার দাস, সরকারি মুড়াপাড়া কলেজ এর (ভি.পি) সাইফুল ইসলাম ভুঁইয়া তুহিন, (জি.এস) সাদিকুল ইসলাম সজীব,(এ.জি.এস) আশিকুর রহমান আশিক, তারাব পৌর সভা ছাত্র লীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব ভুঁইয়া সহ অনেকে।
এসময় সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের জি এস সাদিকুল ইসলাম সজীব বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় আমরা সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবরার হত্যার বিচার একজন মা হিসেবে করবেন। আপনারা আরো জানেন যে ২৪ঘন্টায় হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে আর বুয়েট শাখা ছাত্রলীগ এর ১১ জনকে বহিষ্কার করা হয়েছে । এবং দ্রুত এ হত্যার তদন্তের জন্য ডিবি পুলিশ কে দায়িত্ব দেওয়া হয়েছে তরপরে ও একটি কুচক্রী মহল দেশের অবস্থা অস্থিতিশীল করার পায়তারা করছে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এমতাবস্থায় রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় ।তাদের কাউ ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন।