আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রিয়াজ

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ফয়সাল আলম শিকদারকে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তানজিম আহমেদ খাঁন রিয়াজকে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তানজিম আহমেদ খাঁন রিয়াজ রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।