আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রূপগঞ্জে ছাত্রলীগের নামে অপপ্রচার চালাচ্ছে ’

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে দাউদ মোল্লাসহ একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিল আহমেদ খাঁন রিয়াজ। গতকাল সন্ধ্যায় রূপসীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) তানজিল আহমেদ খাঁন রিয়াজ বলেন, আমাদের ছাত্র সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি , জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আমরা সন্ত্রাস বিরোধী মিছিল করে যাচ্ছি। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে। মিঠাবো ,হাটাবো এলাকায় আমাদের কর্মসূচি ছিলো। হাটাব থেকে রাস্তা দিয়ে ভুলতা-গাউছিয়া আসার পথে দাউদ মোল্লা তার বাড়ির সিসি ক্যামেরা দিয়ে ছবি তোলে। সেই ছবি এবং ভিডিও ফুটেজ অবলম্বন করে উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ছাত্রলীগ উনার বাড়িতে ডাকাতি করতে যায়নি। আমরা উনার বাসায় ঢুকেনি। উনি রাস্তা দিয়ে যাওয়ার ছবি দেখাতে পারলে উনার বাড়ির ভিতরে ছাত্রলীগ গেছে তার ছবি প্রকাশ করুক। ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার অধিকার উনার নেই। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উনার কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাঁর বিচার চাই।