সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় বৃষ্টি নামের এক গৃহধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । গত ১ সেপ্টেম্বর রাত ১১ টায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বৃষ্টি চনপাড়া এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। নিহতের পরিবারের দাবি তার স্বামী আবু বক্কার ছিদ্দিক বালিশ চাপা দিয়ে বৃষ্টিকে হত্যা করেছে। তবে স্বামীর দাবি তার স্ত্রী গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এব্যাপারে মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে জানান, শ্বাসরোধে হত্যার একটি অভিযোগ পেয়েছি। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।