আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গরু চুরির সময় নারীসহ আটক-৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি খাওয়ার কথা বলে বাড়ীতে ঢুকে গরু চুরি করার সময় কথিত তিন চোরকে একটি পিকআপসহ আটক করা হয়েছে। বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরের হাড়ারবাড়ি গ্রামের শাওন মিয়ার বাড়ীতে এমন গরু চুরির ঘটনাটি ঘটে। আটক তিন চোরের মধ্যে একজন নারীও আছে।

আটককৃতরা হলেন, ঢাকা কচুখেত এলাকার আদম আলীর ছেলে সাদ্দাম(৩৫), ঢাকা খিলখেত থানার বড়য়া এলাকার শুক্কুর আলীর ছেলে রাসেল(৩৩), একই এলাকার লিমা(২৩) পিতা অজ্ঞাত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পানি খাওয়ার কথা বলে এক নারীসহ দুই যুবক স্থানীয় শাওন মিয়ার বাড়ীতে প্রবেশ। করে সময় ওই তিনজন সেখানে থাকা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক কওে গণধোলাই দেয়া হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ নারীসহ ওই দুই যুবককে আটক করে।

এ বিষয়ে গরুর মালিক শাওন মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, গরু চোরদের আটক করে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ তিন গরু চোরকে আটক করেন।