আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণ দাবীতে চালু হওয়া বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে স্থানীয় চাদাঁবাজ চক্র

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-কুড়িল (৩‘শ ফিট)সড়কে গণপরিবহনের দাবিতে স্থানীয়দেন গণ দাবীর প্রেক্ষিতে চালু হওয়া বিআরটিসি বাস সার্ভিস মাত্র ১২ ঘন্টার মধ্যে বন্ধ করে দিয়েছে স্থানীয় চাদাঁবাজ ও ফিটনেসবিহীন গাড়ীর চালকরা। এ সময় তারা এ রুটে ফিটনেসবিহীন গাড়ী ছাড়া বিআরটিসিসহ যেকোন গণপরিবহণ চলতে দিবেনা বলে জানিয়ে দিয়েছে। এমনকি এ রুটে তাদের গাড়ী ছাড়া অন্য কোন পরিবহন চললে তা আগুনে পুড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয় তারা। এদিকে বিআরটিসি বাস সার্ভিস চালুর মাত্র ১২ ঘন্টার মধ্যে বন্ধ করে দেয়ার প্রতিবাদে স্থানীয় জনসাধারন, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থীরা বড় ধরনের কর্মসূচীর হুশিয়ারী দেন।
জানাযায়, ভুলতা হয়ে কাঞ্চন থেকে কুড়িল বিশ্বরোড সড়কের দুরত্ব মাত্র ২০ কিলোমিটার। এ রুটে ফিটনেসবিহীন প্রায় ৪‘শ ট্যাক্সি চলাচল করে। এতে প্রতিদিন গড়ে দেড় লাখ টাকার অধিক চাদাবাজি হয়। পুলিশ কতিপয় সাংবাদিক, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা এ টাকা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নেন। ফিটনেসবিহীন এসব গাড়ি দিন প্রতি ভুলতা, কাঞ্চন ও কুড়িলের পৃথক স্ট্যান্ডে আলাদাভাবে ৪‘শ টাকা চাদা দেয়ায় তারা যাত্রীদের পকেট কেটে ৮০ টাকা ভাড়া আদায় করছে। যা স্বাভাবিক ভাড়ার ৪ গুন। এতে করে রাজধানীতে যাতায়াতরন শিক্ষার্থী কর্মজীবি মানুষ দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ কারনে গণপরিবহনের দাবি উঠে এ রুটে। এরই প্রেক্ষিতে গত শনিবার স্থানীয় শিক্ষার্থীরাসহ ১৮টি সামাজিক সংগঠন কাঞ্চন-কুড়িল সড়কে বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধের কর্মসূচি পালন করেন। এদিকে, গণমানুষের দাবিতে সাড়া দিয়ে গত সোমবার দুপুরে ভুলতা-রামপুরা সড়কে বিআরটিসি তাদের বাস সার্ভিস উদ্ধোধন করেন। উদ্ধোধনের মাত্র ১২ ঘন্টার মধ্যে স্থানীয় চাদাঁবাজ ও ফিটনেসবিহীন গাড়ীর চালকরা বিআরটিসির বাস চালক হেলপারদের গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সার্ভিসটি বন্ধ করে দিয়েছে। ভুলতা-কাঞ্চন সেতুর পশ্চিমপাড় এবং কুড়িল স্ট্যান্ডে চাদাঁবাজ ও ফিটনেসবিহীন গাড়ীর চালকরা বিআরটিসির বাস চালকদের সাথে একই আচরন করে। এ সময় তারা এ রুটে যে কোন গণপরিবহন চালু হলে তা আগুনে পুড়িয়ে দেয়ার হুমকিও দেয়। এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদি মূখর হয়ে উঠেছে এলাকার সামাজিক সংগঠনগুলো। এ ব্যাপারে পূর্বাচল এলাকার সামাজিক সংগঠন ‘আমরা জোনাকির দল’এর প্রধান সমন্নয়ক নজরুল ইসলাম বলেন, পৃথিবির ইতিহাসে কখনোই কোন গণদাবিকে ধামাচাপা দিয়ে রাখা যায়নি। বাস সার্ভিস বন্ধ হওয়ায় আমরা হতাশ নই। আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। আগামী ২/১দিনের ভিতর বিআরটিসির বাস সার্ভিস চালু না হলে আমরা কাঞ্চন সেতু অবরোধসহ আরো কঠোর কর্মসূচি পালন করবো।
এ ব্যাপারে বিআরটিসি গাজীপুর ডিপোর ম্যানেজার বুলবুল আহমেদ বলেন, আমরা গণমানুষ ও শিক্ষার্থীদের সুবিধার্থে ্এ রুটে বাস সার্ভিস চালু করেছিলাম। কিন্ত চাদাঁবাজ ও ফিটনেসবিহীন গাড়ীর চালকদের বাধার মুখে আপাতত সার্ভিসটি বন্ধ রেখেছি। বিআরটিসি যেহেতু সরকারি গণপরিবহন তাই আমরা প্রশাসনকে আজ বিষয়টি অবহিত করেছি। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। আগামী কয়েকদিনের ভিতর এ রুটে আবার বিআরটিসির বাস সার্ভিস শুরু হবে।