আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কুপিয়ে হত্যা, আহত ১৫

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অবিনাশ সরকার (৫২) নামে এক বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছে অন্তত ১৫জন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অবিনাশ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকার মৃত প্রাণ কুমারের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পোড়াবো এলাকার নিহত অবিনাশ সরকারের সঙ্গে তার চাচাতো ভাই অর্জুন সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। পরে স্থানীয় গ্রাম্য সালিশে বিরোধের নিষ্পত্তি ঘটে। বুধবার সকালে নারিকেল গাছের গুড়ি নেওয়াকে কেন্দ্র করে পুনরায় দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অর্জুন, অনুকূল, স্বদেব সরকারসহ ৮/১০ জন মিলে অবিনাশ সরকারকে এলোপাথাড়ি কোপায়। এসময় তাকে বাঁচাতে গেছে তার ছেলে দুর্জয় সরকার, ভাতিজা যীষ্ণু ও প্রকাশ সরকারসহ কয়েকজন এলোপাথাড়ি কোপায়। মুমূর্ষু অবস্থায় অবিনাশ সরকারকে ভূলতা মেমোরি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুর্জয়, প্রকাশ ও যীষ্ণু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে।