আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে একাধিক মামলার আসামী সোলেমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার মাহমুদা বাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বহুমামলার আসামী সোলেমানকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সোলেয়মান রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিন ও মলেকজানের বড় ছেলে।

জানা যায়, আসামী সোলেয়মানের সন্ত্রাসী কর্যক্রমের কারনে অতিষ্ঠ এলাকাবাসী। তার গ্রেফতারের ফলে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। সন্ত্রাসী সোলেয়মানের বিরুদ্ধ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে যার হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজী, মাদক ব্যবসা সহ একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় সন্ত্রাসী সোলেয়মান বিগত কয়েকদিন আগে এক হিন্দু নারীকে জোর পূর্বক অপহরণ করে। অপহৃত হিন্দু নারীকে আটকে রেখে ধর্ষনের মতো জঘন্য কাজ করেছে বলে জানা যায়। এলাকাবাসী আরো জানায় সন্ত্রাসী সোলেয়মানের ভয়ে আতংকি অত্র এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পায়না নারী ও শিশুরাও। দিন দুপুরে যাকে ইচ্ছে তাকে তুলে নিয়ে এসে ধর্ষন, মারামারি, হত্যার হুমকি সহ চাঁদাবাজী করে। একটি প্রভাশালী মহলের ইন্দনে সন্ত্রাসী সোলেয়মান তার সন্ত্রাসী কার্যক্রম দির্ঘদিন যাবত পরিচালনা করে আসছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।

সন্ত্রাসী সোলেয়মানের গ্রেফতারের বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৈনিক সংবাদচর্চাকে বলেন, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী সোলেয়ামনকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিলো রূপগঞ্জ থানা পুলিশ। সন্ত্রাসী সোলেয়মানের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ ও সাধারণ ডায়েরী রয়েছে। সে রূপগঞ্জ উপজেলা মাহমুদা বাদ এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী।