তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : “বাঁচতে হলে জানতে হবে পাশাপাশি মানতে হবে” শ্লোগান নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এইডস প্রতিরোধে গণসচেতনতা কর্মসূচী পালন করা হয়েছে। ১৯ নভেম্বর রোববার দুপুরে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অডিটোরিয়ামে এ কর্মসূচী পালন করা হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার জাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ডাক্তার তপন বাবু, প্রশিক্ষক আমিনুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোঃ ফয়সাল, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন, সাংবাদিক এসএম শাহাদাত, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, জিন্নাহ হোসেন জনি, সুজন মিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য , শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মকর্তাবৃন্দ এ সচেতন কর্মশালায় অংশ নেন।