আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে উন্নয়ন করার মত কোন কাজ বাদ থাকবে না : এমপি গাজী

রূপগঞ্জে উন্নয়ন করার মত

রূপগঞ্জে উন্নয়ন করার মত

নবকুমার:

একাদশ জাতীয় নির্বাচনকে সামনের রেখে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রূপগঞ্জের বিভিন্ন স্থানে উঠান বৈঠক এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

গতকাল রূপগঞ্জ ইউনিয়নে দিন ব্যাপী নৌকার পক্ষে গণসংযোগে করেছে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। গণসংযোগে অগণিত লোকের ঢল নামে। নারী ভোটারদের উপস্থিত ছিলো চোখে পড়ার মত।

তিনি স্থানীয় আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে উঠান বৈঠক করেছে।

বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে উঠান বৈঠকে গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন, রূপগঞ্জের উন্নয়ন করতে এসেছি পকেট ভরতে নয়। আমার পকেট ভরা আছে সুতরাং সরকারের টাকা মেরে আমার পকেট ভরতে হবে না।

বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে রাস্তা ঘাট সেতু ফ্লাইওভার নির্মিত হয়েছে। ১টি স্কুল ১টি কলেজ সরকারী করণ হয়েছে। প্রত্যেকটা স্কুল কলেজে নতুন ভবন নির্মান করে দিয়েছি। আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে রূপগঞ্জে কোন উন্নয়ন মূলক কাজ বাদ থাকবে না।

তিনি বিএনপি জামায়াতের দুশাসনের কথা উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে আবার আপনাদের মন্দির ভাংচুর করবে। বাংলাদেশকে সম্প্রদায়িক রাষ্ট্র বানাবে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলে আজ আপনারা শান্তিতে বসবাস করাসহ ধর্মী অনুষ্ঠান পালন করতে পারছে। অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই পোষ্টার ছবি নিজের প্রার্থীতা ঘোষণা করে । একজন এমপি চির দিন বেচে থাকবে না। নতুন প্রার্থী আসবে যাতে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারে। এটাই গণতন্ত্রের নিয়ম। তবে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাধিক বার প্রার্থীতার ব্যাপারে কথা বলেছি ,তিনি আমাকে মাঠে কাজ করতে বলেছে । আমি বাদে প্রধানমন্ত্রী অন্য কাউকে মাঠে কাজ করতে বলেছে কি না তা আমার জানা নেই।

আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মানজের আলম টুটুল, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মাঞ্জু, জুয়েল মাস্টার,শাহাবুদ্দিন মেম্বার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোতাহার হোসেন নাদীম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, আরিফ খান প্রমুখ।