নিজস্ব প্রতিবেদক:
উপজেলার কান্দাপাড়া হিজলতলা এলাকার একটি মুদি মনোহারি দোকানে আগুন লেগে দোকানসহ দোকানের মালামাল পুরে ছাই হয়ে গেছে। ২৯ এপ্রিল রবিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এবিষয়ে দোকান মালিক কবির হোসেন রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক কবির হোসেনের লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সোমবার সকালে দোকান খোলার উদ্দেশ্যে গিয়ে দেখেন দোকানসহ দোকানের মালামাল পুরে ছাই হয়ে গেছে। কে বা কারা তার মুদি মনোহরী দোকানে আগুন লাগিয়েছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।