সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জে অবৈধ মোটরসাইকেল আটক অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা-গাউছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েক শতাধিক মোটর সাইকেল আটক করে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন অপরাধে ১৭ টি মামলা দিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কাগজপত্র না থাকায় ২টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।সকাল সাড়ে ১০ টা থেকে অভিযান শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী এর নেতৃত্বে দেন। অভিযানে অংশ গ্রহণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল ‘গ’) মোঃ মাহিন ফরাজী, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান মোল্লা, ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর মোঃ মনিরুল ইসলাম ও সাজেন্ট রফিকুল ইসলাম। এছাড়াও এসময় ডিবি পুলিশের প্রায় ২০জন সদস্য ও পুলিশ ফাঁড়ির সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ চৌধুরী বলেন, এলাকায় অবৈধ মোটর সাইকেল দিয়ে ছিনতাই, মাদক পাঁচারসহ বিভিন্ন অপরাধ বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।