আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ হবে অত্যাধুনিক মেগা সিটি : হাছিনা গাজী

নবকুমার:

বস্ত্র ও পাটমন্ত্রীর স্ত্রী  তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, রূপগঞ্জ হবে অত্যাধুনিক মেগা সিটি । এখানে কোন মাদক সন্ত্রাস ইভটিজিংকারীর স্থান হবে না। তিনি বলেন, সরকার রূপগঞ্জের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ দিয়েছে তাতে রূপগঞ্জের উঠান পর্যন্ত পাকা হয়েছে যাবে।

মঙ্গলবার তারাব পৌরসভার গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

শেখ হাসিনা কে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে। রূপগঞ্জে ৫ টি স্কুল সরকারি করণ হয়েছে। মুড়াপাড়া কলেজ কে সরকারি করণ করা হয়েছে। শেখ রাসেল ল্যাভ স্থাপন করা হয়েছে।

হাছিনা গাজী বলেন, শুধু শিক্ষা নয় খেলাধুলার মাধ্যমে শিশুদের মনোবল বৃদ্ধি পায়। সন্তানদের শিক্ষিত এবং  সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের অবদান সবচেয়ে বেশি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাবেন।

এসময় উপস্থিত ছিলেন, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সানজিদা খানম,তারা‌ব পৌরসভার ১নং ওয়ার্ড কাউ‌ন্সিলর র‌ফিকুল ইসলাম ম‌নির, উপ‌জেলা যুবলী‌গের সহ সভাপ‌তি জাহাঙ্গীর আলম, তারা‌ব পৌরসভা যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ছা‌রোয়ার হো‌সেন রা‌ছেল, গন্ধর্বপুর বহুমু‌খী উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য ডাক্তার মাকসুদুল আলম, না‌সির উ‌দ্দিন ও প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহাসহ অ‌নে‌কে।

এছাড়া হাছিনা গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ