সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। এর আগে তিনি এই থানায় পরিদর্শক (তদন্ত) অস্থায়ী ওসির দায়িত্ব পালন করেছেন। এবার তিনি স্থায়ী দায়িত্ব পেয়েছেন।
রোববার (৩১ মার্চ) জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত একটি আদেশে এ নিয়োগ পান তিনি। জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন তথ্যটি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের আদেশে রূপগঞ্জের ওসি হিসেবে মাহমুদুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি এই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানুয়ারি মাসে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন মাহমুদুল হাসান। এর আগে তিনি গাজীপুরে কর্মরত ছিলেন।