আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চারদিনের কর্মসূচির সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চারদিন ব্যাপী কর্মসূচী গত ২৪ মার্চ সমাপ্তি হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা ব্যাংক ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় এবং মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছের নেতৃত্বে এসকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বাগেরহাট ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়ে পরিদর্শন, খান জাহান আলীর মাজার জিয়ারত ও সুন্দরবনের উন্মুক্ত জীবজন্তুর মুখে খাবার তুলে দেওয়া, র‌্যাফেল-ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক আবু হানিফ হৃদয়, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন এবং সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ সংবাদদাতা শফিকুল আলম ভুঁইয়া, সাংবাদিক মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, আল-আমিন মিন্টু, সৈয়দ নাজমুল হক, অনুপম হাসান ফরিদ, আলম হোসাইন, রিপন সরকারসহ ৬০ জন সাংবাদিক।