সংবাদচর্চা রিপোর্ট: জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ রোধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। শুক্রবার ( ২৪ জুলাই) সকালে ভুলতা-গাউছিয়া বাজারের মাছের আড়তে বেশ কয়েকটি মাছের ফরমালিন পরীক্ষা করা হয়েছে। কোনো মাছে ফরমালিন পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন, মৎস্য কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। অভিযানে কোনো জেল জরিমানা করা হয়নি।
এদিকে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের নিদেশে বন্ধ করে দিয়েছে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি ।
এছাড়া বৃহস্পতিবার জাতীয় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছে।