আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইয়াবাসহ আটক আসামি রিমান্ডে

রূপগঞ্জে ইয়াবাসহ আটক দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন শরিয়তপুর জেলার নড়িয়া থানার ওয়াবদা এলাকার বেলায়েত হোসেনের ছেলে সুমন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মৃত আব্দুল হালিমের ছেলে জীবন।

প্রসঙ্গত গত ২৭ ফেব্রুয়ারি রূপগঞ্জ উপজেলার গাউছিয়া-কাঞ্চন ব্রীজ সংলগ্ন  কালাদী গ্রামে অবস্থিত মের্সাস এম হক ফিলিং স্টেশনের সামনে থেকে ৯ হাজার ৬ শ পিস ইয়াবাসহ আসামিদের আটক করে র‌্যাব। উদ্ধার করা হয় ৭ হাজার টাকা। সুমনের কাছে ৫৬০০ পিস ইয়াবা এবং জীবনের কাছে থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।