আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইউনিয়নে মন্ত্রী গাজীর জন্য দোয়া

সিঙ্গাপুরে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার ছোট ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক গোলাম আশরিয়া বাপ্পীর রোগমুক্তি রূপগঞ্জ ইউনিয়নে  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার আয়োজন করে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতৃবৃন্দ।