আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

রূপগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীরা শেষ বারের মতো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ সুযোগে ভোটররাও তাদের প্রতিশ্র“তি আদায়ের চেষ্টা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া (নৌকা) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট কবির হোসেন (মটর সাইকেল) লড়াই করছেন। রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ডে রিটন প্রধান, ৪-৫-৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে জিন্নাত আরা জিসান ও ৭-৮-৯ নং ওয়ার্ডে জাহানারা আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নির্যাতিত আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। অপর দিকে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী এডভোকেট কবির হোসেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। প্রত্যেক প্রার্থী নিজেকে সৎ, নিষ্ঠাবান, যোগ্য, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে সামাজিক উন্নয়ন করে চলেছেন দাবি করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিয়েসহ নানাবিদ সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আসন্ন নির্বাচন নিয়ে হাট-বাজারে, চায়ের দোকানে আলোচনা আর জল্পনা-কল্পনা চলছে।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া প্রচারণায় আওয়ামীলীগ সকারের আমলের মুড়াপাড়া সরকারি কলেজ সরকারিকরণ থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। ইউপি সদস্য হিসেবে তার ১২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রূপগঞ্জকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীলসমাজ ও মুক্তিযোদ্ধারা একযোগে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার সততা, কর্মঠ, ন্যায় বিচারসহ তার স্বচ্ছ রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরছেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট কবির হোসেনের পক্ষে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী ছাড়া তার পক্ষে কেউ নির্বাচনী প্রচার প্রচারণা করছেন না। তার প্রচার প্রচারণায় দলীয় কিংবা সুশীল সমাজের কোন ব্যক্তি না থাকায় তিনি পড়েছেন কিছুটা বেকায়দায়। বিএনপির ভোটারদের কাছে টানার জন্য তিনি চেষ্টা করছেন। তবে এডভোকেট কবির হোসেনের গ্রামের বাড়ি দক্ষিণবাগ জামে মসজিদ নির্মাণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা কবির হোসেনের চরম বিরোধিতা করে প্রচারণা করছেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ বলেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট কবির হোসেনের দলীয় কোন পদ না থাকায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে ভবিষ্যতে এডভোকেট কবির হোসেনকে আওয়ামীলীগের কোন কার্যক্রমে রাখা হবে না।
এদিকে আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার সততা, স্বচ্ছ রাজনীতি ও বিএনপির দলীয় কোন প্রার্থী না থাকায় বিএনপির পদধারী নেতাকর্মীরা গোপনে গোপনে সালাউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন। তবে কট্টোর বিএনপি-জামায়াত নেতাকর্মীরা এখনো নিরব ভূমিকা পালন করছেন। আওয়ামীলীগ ও বিভিন্ন দল থেকে যোগদান কারীরা একাট্টা হয়ে নৌকার পক্ষে কাজ করছেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অত্যন্ত স্নেহভাজন হওয়ায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার পক্ষে কাজ করছেন।

এছাড়া রূপগঞ্জ উপজেলা পর্যায়ের আওয়ামীলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পাশ্ববর্তী এলাকার মেম্বার, চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ মুক্তিযোদ্ধারা ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট ভিক্ষা করছেন। সব মিলিয়ে পচার-প্রচারণায় আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া এগিয়ে রয়েছেন। তাতে নৌকার বিজয় দ্বারপ্রান্তে এসে পৌচেঁছে বলে দলীয় নেতাকর্মীরা দাবি করছেন।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট কবির হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তার মটরসাইকেল প্রতীক জয় লাভ করবে। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ভোটাররা নৌকাকেই জয়ী করবেন।

উল্লেখ্য রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭টি ভোট কেন্দ্রে ৩৩ হাজার ১৩৭ জন ভোটার রয়েছেন। ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ