আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়ালে নেইমারকে মেসির চেয়ে বেশি পারিশ্রমিকের প্রস্তাব

অনলাইন রিপোট:

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ কঠিন সময় পার করছে । গত সপ্তাহে তিনটি প্রতিযোগীতায় টিকে ছিল দলটি। কিন্তু এক সপ্তাহেই সব শেষ তাদের। প্রথমে কোপা ডেল রেতে বার্সেলোনার বিপক্ষে ৩-০ ব্যবধানে ম্যাচ হেরে বিদায় নেয়। এরপর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় এবং সবশেষ চ্যাম্পিয়নস লিগ থেকে তারা বিদায় নেয় আয়াক্সের কাছে হেরে।

তবে ক্লাবটির এমন দুঃসময়ে খেলায়াড়-ভক্তদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্পোর্টের বরাত গিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ফ্লোরেন্তিনো পেরেজ যে কোন মূল্যে নেইমারকে দলে পেতে ইচ্ছুক। এরই মধ্যে তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। জানা গেছে, নেইমারের জন্য ৩৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে ইচ্ছুক রিয়াল।

এছাড়া, পিএসজিতে নেইমার বর্তমানে বাৎসরিক ৩১ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পেয়ে আসছে। রিয়াল মাদ্রিদ তাকে বাৎসরিক ৪৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজী। ৩৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজে নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিলে রেকর্ড ট্রান্সফারের রেকর্ড গড়বেন। পাশাপাশি মেসিকে টপকে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ও হবেন ব্রাজিলের সুপারস্টার।