আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রিসোর্টে মামুনুল কাণ্ড: সোনারগাঁ হেফাজতের শীর্ষ ৪নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) হেফাজতের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তাদেরকে রাজধানী ঢাকার জুরাইন থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।তাদের মধ্যে, মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি।

সোমবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)। 

এছাড়াও গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২), সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২) , সাধারণ সম্পাদক মাওলানা শাজাহান শিবলী (৪৩)।

প্রসঙ্গত শনিবার (৩ এপ্রিল) বিকালে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় জনগণ। পরে হেফাজত নেতাকর্মীরা পুলিশের উপর হামলা, আওয়ামী লীগ অফিস, যুবলীগ -ছাত্রলীগ নেতার বাড়িসহ রিসোর্টে ব্যাপক ভাংচুর এবং অগ্নিসংযোগ করে ।