আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সততা ও শ্রদ্ধা দু’টিই বজায় রাখতে হবে- রাব্বি মিয়া

রাব্বি মিয়া

রাব্বি মিয়া

নিজস্ব প্রতিবেদক:
সততা ও শ্রদ্ধা দু’টিই বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জন করে রাষ্ট্র ও সমাজ জীবনে তোমরা তোমাদের শিক্ষাকে বিকশিত করবে।
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন, বুধবার (১৬ মে) সকাল ১১টায় নারায়নগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাব্বি মিয়া বলেন, তোমাদের প্রধান কাজ হলো পিতা মাতার প্রতি সততা শ্রদ্ধা এবং সম্মান নিশ্চিত করা। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে পিতামাতাকে সেবা করে কিন্তু সম্মান করে না। পিতামাতার প্রতি এসব চলবেনা। সততা এবং শ্রদ্ধা দুটিই বজায় রাখতে হবে। আমি তোমাদেরকে বললাম এক নাম্বার সৃষ্টিকর্তার প্রতি অনুগত করো। সকল পিতামাতার প্রতি শতভাগ সেবা নিশ্চিত করো। আর একটা কাজ হলো আমাদের সামর্থ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করা। পরিশ্রম যারা করতে পারে আমি বিশ^াস করি তারা শতভাগ জয়ী হতে পারবে। পিতামাতার উপর কেউ নেই তোমরা পিতামাতার দোয়া নিবে যাতে করে তোমরা তাদের দোয়ায় আরও বিকাশিত হতে পারবে।
বক্তব্যে শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।
উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক অশোক কুমার রায়, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি এছাড়াও ছিল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী ।